18 August 2018

কেরালার বন্যায় আটকা পড়েছে হাজারো মানুষ


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কেরালা রাজ্যের ভয়াবহ বন্যায় আটকা  পড়েছে কয়েক হাজার মানুষ। ‍উদ্ধার পেতে প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছে তারা। বিবিসি, এপি।

কেরালার রাজ্য সরকারের কর্মকর্তা পিনায়েক ভিজায়ান বলেন, আমরা শত শত কল পাচ্ছি। কিন্তু আটকে পড়াদের উদ্ধার করতে পারছি না। অনেকে একাধিকবার কল করছেন।

প্রবল বৃষ্টি অব্যাহত থাকায় বন্যায় আটকে পড়াদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এক সপ্তাহেও সাহায্য পৌঁছেনি অনেক এলাকায়। বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোতে নৌকা বা হেলিকপ্টার ছাড়া যাওয়ার অন্য কোন উপায় নেই।

কেরালার বন্যায় মাত্র এক সপ্তাহেই ১৯০ জন নিহত হয়েছে। ১৫০০ সরকারি আশ্রয় কেন্দ্রে উঠেছেন তিন লক্ষাধিক লোক।


শেয়ার করুন

0 facebook: