আন্তর্জাতিক ডেস্কঃ স্মরণ কালের মধ্যে সবচেয়ে তীব্র খরা চলছে অস্ট্রেলিয়ায়। যার প্রভাব পড়লো পবিত্র ঈদুল আজহা পালনেও। মঙ্গলবার বৃষ্টি প্রার্থনা করে নামাজ পড়লেন অস্ট্রেলিয়ার মুসলিমরা। বিবিসি।
সিডনিতে ঈদের দিন জড়ো হন প্রায় ৩০ হাজার মানুষ। ১৬ টি মসজিদ থেকে এসে সমবেতভাবে তারা প্রার্থনা করে বৃষ্টির জন্য। এ সময় আক্রান্ত কৃষকদের সহায়তা করতে টাকাও তোলা হয়।
আয়োজনটি করা হয় পশ্চিম সিডনির লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশনের উদ্যোগে।
সংগঠনটির চেয়ারম্যান সামিয়ের দান্দান বলেন, ‘আমরা একটি পরিবারের মতো। আমি মনে করি যারা খরার কারণে কষ্ট পাচ্ছে তাদের সহায়তা যা যা করণীয় সবই আমাদের করতে হবে।’
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: