শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রথমে তিনজনের খবর নিশ্চিত হওয়া গেলেও পরে তা বেড়ে ৬ জনে দাঁড়ায়। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের একটি সিএনজিচালিত অটোরিকশাকে মহাসড়কের ভাঙ্গাতাকিয়া এলাকায় পুলিশ ধাওয়া করলে গ্রামীণ সড়কে প্রবেশ করতে অটোরিকশাটি মোড় নিলে উল্টোদিক থেকে আসা শ্যামলী পরিবহনের বাস এটিকে চাপা দেয়। এতে ৬ জন নিহত হন।
ফেনী মডেল থানার পরিদর্শক রাশেদ খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লেমুয়ার ভাঙ্গাতাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ৬ জন নিহত হয়েছেন। সূত্রঃ যুগান্তর
খবর বিভাগঃ
জেলা সংবাদ
দুর্ঘটনা
0 facebook: