24 August 2018

রাখাইন থেকে এখনও আসছে রোহিঙ্গারা


আন্তর্জাতিক ডেস্কঃ দুমাস আগে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছেন হামিদা বেগম। সঙ্গে ছিল স্বামী ও তিন মাস বয়সী শিশু। তিনি জানান, বাংলাদেশে আসার আগে গ্রেপ্তার আতঙ্কে কয়েক সপ্তাহ ধরে ঘুমাতে পারেননি তারা।

বৃহস্পতিবার প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে হামিদাকে উদ্ধৃত করে বলা হয়, একদিন ভয়ে সারারাত গাছের ওপর ছিলেন তিনি। পরদিন স্বামীর সঙ্গে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন ১৮ বছর বয়সী এই নারী।

মিয়ানমার বলছে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চায়। তবে বাস্তবে এখনও থামেনি রোহিঙ্গা স্রোত। নিয়মিতই বাংলাদেশে আসছে তারা।

আসছে ২৫ আগস্ট রোহিঙ্গা সংকটের এক বছর হবে। বর্তমানে ৭ লাখ রোহিঙ্গা নিয়ে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প এখন কক্সবাজার।


শেয়ার করুন

0 facebook: