25 August 2018

একতরফা নির্বাচনের নীল নকশা করছে সরকারঃ নোমান

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, বেগম খালেদা জিয়াকে কারাবন্দী রেখে সরকার ৫ জানুয়ারি মার্কা আরেকটি একতরফা প্রহসনের নির্বাচন করার নীল নকশা করছে। বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবে এবং লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করবে।

গতকাল শুক্রবার বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অংগসংগঠনসমূহের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, চলমান রাজনৈতিক সংকটের সুরাহা করতে হলে দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। অন্যথায় রাজনৈতিক সংকটের সুরাহা হবে না।

আবদুল্লাহ আল নোমান বলেন, সরকারের বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে। এই যাত্রা সরকারের শেষ যাত্রা। তারা আর ফিরে আসতে পারবে না। এটা সরকার বুঝতে পারছে তাই তারা হিংস্র আচরণ করছে কিন্তু তাতে কোন লাভ হবে না।

অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার কারা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিন জেলার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার, চেয়ারপার্সনের উপদেষ্টা এস.এম. ফজলুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ.এম. নাজিম উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।


শেয়ার করুন

0 facebook: