![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত শাসিত কাশ্মীরে অজ্ঞাতনামা বন্দুকধারীরা পুলিশ পরিবারের
১১ সদস্যকে অপহরণ করেছে। বৃহস্পতিবার রাতে শোপিয়ান, পুলওয়ামা, কুলগাম ও অনন্তনাগ জেলায়
এসব অপহরণের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা বিভিন্ন স্থান থেকে পুলিশ সদস্যের
ভাই ও সন্তানদের অপহরণ করার খবর শুনেছি। এ ব্যাপারে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
জঙ্গিরা এ কাজ করেছে বলে আমরা ধারণা করছি।’ তবে এ ব্যাপারে এখন পর্যন্ত পুলিশের পক্ষ
থেকে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিক্ষোভ
করে এবং শোপিয়ায় সন্দেহভাজন দুই জঙ্গি বাড়ি জ্বালিয়ে দিয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এ
অপহরণের দায়িত্ব স্বীকার করেনি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: