![]() |
আবারও এক নতুন চাপ আসছে চীন থেকে। তবে তা অনিচ্ছাকৃত। খবর অনুয়ায়ী, চীনের সাংপো নদীতে জলোচ্ছ্বাসের ফলে, ভারতের অরুণাচল প্রদেশের সিয়াং জেলায় ‘অ্যালার্ট’ জারি করা হয়েছে।
গত বুধবার, পূর্ব সিয়াং'র ডেপুটি কমিশনার তামিও তাতাক একটি নির্দেশিকা জারি করেন এই অ্যালার্ট নিয়ে। সেই সঙ্গে তিনি আরও বলেন যে, ভয় না পেতে। তবে, সাঁতার কাটা, মাছ ধরা বা অন্যান্য কোন কারণে নদীতে যেতে বারণ করা হয় সেই নির্দেশিকায়।
তিব্বতে জন্ম নিয়ে, চীনের মধ্য দিয়ে বয়ে আসে সাংপো নদী। ভারতে এর প্রবেশ অরুণাচলের আপার সিয়াং জেলায়। পরবর্তীকালে লোহিত ও ডিবং, এই দুটি নদীর সঙ্গে মিশে সৃষ্টি হয় ব্রহ্মপুত্র নদের।
প্রসঙ্গত, বেইজিং থেকে নয়াদিল্লিতে একটি রিপোর্ট পাঠানো হয় গত বুধবার। সেখান থেকেই জানা যায় যে, সাংপোতে প্রায় ৯০২০ কিউবিক মিটার পানি বইছে। যা গত ৫০ বছরে হয়নি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: