02 September 2018

উন্নত দেশে পরিণত হতে নেতৃত্ব দেবে শিক্ষক-শিক্ষার্থীরাঃ শিক্ষামন্ত্রী

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। উন্নত দেশে পরিণত হতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাই নেতৃত্ব দেবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ৭ মার্চ ভবন উদ্বোধনের পর তিনি এ সব কথা বলেন। ৭ মার্চ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যেকোনো প্রস্তবনা নিয়ে গেলেই প্রধানমন্ত্রী রাজি হয়ে যান। এ কারণে গত ১০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক উন্নয়ন কাজ করা সম্ভব হয়েছে। দশটি প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো সুবিধাসহ বিভিন্ন ভবন নির্মাণ করে শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের সুবিধা নিশ্চিত করা হয়েছে।

রোকেয়া হলের নতুন ৭ মার্চ ভবন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘এটি একটি প্রতীকী নাম। ৭ মার্চ আমাদের জাতির জীবনে গৌরবময় অধ্যায়। সেদিন জাতির পিতা সোহরাওয়ার্দী উদ্যানে যে ভাষণ দিয়েছিলেন সেটাই আমাদের মুক্তিযুদ্ধে প্রেরণা ও দিকনির্দেশনা ছিল।’


শেয়ার করুন

0 facebook: