02 September 2018

রাজধানীতে যানবাহন ছিলো কম প্রবেশ দ্বারে তল্লাসীর অভিযোগ


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত জনসভার দিন গতকাল শনিবার রাজধানীর সড়ক গুলোতে গণপরিবহনের সংখ্যা ছিলো অনেক কম। অন্যদিনের তুলনায় এই দিন রাজধানীতে তেমন কোন গণপরিবহন দেখা যায়নি। বিএনপি’র নেতা-কর্মীরা অভিযোগ করছেন, তাদের সমর্থকরা যাতে সমাবেশে পৌছাতে না পারে তার জন্য চাপ সৃষ্টি করে গণপরিবহন চলাচল কমে দেয়া হয়েছে। শুধু তাই নয়, ঢাকার প্রবেশ দ্বার গুলোতে পুলিশ সমাবেশের উদ্দেশ্যে আসা বিভিন্ন পরিবহন থামিয়ে তল্লাসীর নামে হয়রানী করেছে।

রাজধানীর বিভিন্ন পয়েন্ট ও জনসভাস্থল থেকে এমন সব অভিযোগ পাওয়া গেছে। তবে বাসের চালকরা বলছে, গতকাল শনিবার সরকারী ছুটির দিন থাকায় যাত্রী কম হয়। এজন্য পরিবহন কোম্পানী গুলো তাদের সব বাস বের করেনি। আবার বিএনপির জনসভা উপলক্ষ্যে রাস্তায় যানজট থাকতে পারে এটা ভেবেও অনেকে যানবাহন তুলনামুলক কম বের করেছে।

গতকাল শনিবার বিকেলে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ছিলো বিএনপির সমাবেশ। বেলা ১১ টা থেকে সমাবেশে প্রবেশ করতে থাকে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা গুলো থেকে দলে দলে মানুষ বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ ভ্যানসহ বিভিন্ন যানবাহনে সমাবেশস্থলে পৌছাতে থাকে। কিন্তু ঢাকার প্রবেশমুখে এসেই তাদের তল্লাসীর মুখে পড়ে হয়রানীর শিকার হতে হয় বলে অনেকেই অভিযোগ করেছেন।

বিশেষ করে মুন্সীগঞ্জ, কেরানীগঞ্জ থেকে আসা নেতাকর্মীদের বুড়িগঙ্গা ব্রীজের আশপাশের পুলিশের তল্লাসীর মুখে পড়তে হয়। অপর দিকে মানিকগঞ্জ, সাভার, আমিনবাজার থেকে আসা নেতা-কর্মীদের তল্লাসী করা হয় গাবতলী এলাকায়। নারায়নগঞ্জ থেকে আসা মানুষ তল্লাসীর মুখে পড়ের কাঁচপুরে। নেতা-কর্মীরা অভিযোগ করেন, তাদের বহনকৃত পরিবহন গুলো ঢাকার প্রবেশ দ্বারগুলোতে পৌছালেই পুলিশ থামিয়ে দেয়। এরপর বাসের ভেতের প্রবেশ করে তল্লাসীর নামে ঘন্টার পর ঘন্টা আটকে রাখে। যার কারনে তারা সঠিক সময়ে জনসভাস্থলে পৌছাতে পারেনি।

এদিকে ঢাকার বেশির স্থান থেকে নেতা-কর্মীরা একত্রিত হয়ে মিছিল সহকারে সমাবেশ স্থালে গেলেও অনেকেই আলাদা ভাবে যাচ্ছিলেন। কিন্তু গতকাল শনিবার রাজধানীতে সিটি সার্ভিসের বাসের সংখ্যা কম থাকায় ওই সব মানুষের নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়েছে। তাদের সাথে সাধারন যাত্রীরাও ভোগান্তিতে পড়েন বলেও জানা গেছে।


শেয়ার করুন

0 facebook: