02 September 2018

‘বাস্তবে এদেশের তরুণরা পিছিয়ে আছে’


স্বদেশবার্তা ডেস্কঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘কাউকে পেছনে রাখা যাবে না। এটা আমার কাছে স্বপ্ন মনে হয়। কারণ এই বিষয়টা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের কাছে জিম্মি। বাস্তবে এদেশের তরুণরা পিছিয়ে আছে। এই দেশ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, এদেশ সবার। এই উপলব্ধি যুবকদের মধ্যে নিয়ে আসতে হবে।’

তিনি মনে করেন, পুরোপুরি এসডিজি অর্জন সম্ভব নয়। তা অর্জন করা গেলে এর সুফল পাবে দেশের যুবসমাজ। আর ব্যর্থ হলে এর নেতিবাচক প্রভাবটাও তাদেরই বইতে হবে।

‘কাউকে পেছনে রাখা যাবে না’ এসডিজি বাস্তবায়ন নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশের এমন স্লোগানকে স্বপ্ন হিসেবে দেখছেন তিনি।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এসডিজি বাস্তবায়ন নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ আয়োজিত প্রাক-সম্মেলন অনুষ্ঠানে ইফতেখার এসব কথা বলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্মেলন আহ্বায়ক সিপিডি’র নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। খণ্ডকালীন বক্তব্যে তিনি বলেন, ‘আমরা যুবসমাজকে কোনো বিভাজন জাতি হিসেবে দেখি না। এদের মধ্যে যারা পিছিয়ে আছে আমরা তাদের কথা বলি।‘

এসময় প্রাক-সম্মেলনস্থলে উপস্থিত শারীরিক প্রতিবন্ধী, দলিদ সম্প্রদায়, আধিবাসী সম্প্রদায়, স্বাধীনতা যুদ্ধের সময় এদেশে আটকে পরা পাকিস্তানিরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন।

এসময় দলিত সম্প্রদায়ের পক্ষে ‘অভিযান’ সংগঠনের সাধারণ সম্পাদক বনানী নিজেদের সংখ্যালঘুদের মধ্যেও সংখ্যালঘু উল্লেখ করেন। সেই সাথে তাদের সমস্যাগুলোকে জাতীয় পর্যায়ে তুলে ধরার দাবি জানান।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে প্রায় তিন কোটির বেশি তরুণ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে এবং তাদের দ্বারাই দেশ চলবে।

রূপান্তরমুখি ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন অভিষ্ঠ (এসডিজি) বাস্তবায়নের স্বার্থে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং নাগরিক সমাজের অংশগ্রহণ জরুরি বলে মনে করে প্রতিষ্ঠানটি। ২০১৬ সাল থেকে সে লক্ষ্যেই কাজ করে আসছে এসডিজি বাস্তবায়ন নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ।

এরই ধারাবাহিকতায় আগামী ১৪ অক্টোবর সংগঠনটি আয়োজন করতে যাচ্ছে ‘যুব সম্মেলন ২০১৮ বাংলাদেশ ও এজেন্ডা ২০৩০- তারুণ্যের প্রত্যাশা।‘ মূল সম্মেলনের আগে সম্মেলনকেন্দ্রিক ভাবনা ও প্রতিষ্ঠানটির লোগো উন্মোচন, ওয়েবসাইট উম্মোচন করল এসডিজি বাস্তবায়ন নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিজি বাস্তবায়ন নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ এর বিভিন্ন সহযোগী সংগঠন ও প্রতিষ্ঠানের নীতি নির্ধারকরা।

প্রাক সম্মেলনে বলা হয়, যুবসমাজ নিয়ে কাজ করে এমন সব প্রতিষ্ঠানের একটি তথ্যভাণ্ডার তৈরির কাজ চলছে। যুবসমাজ নিয়ে ই-লাইব্রেরির কাজ চলছে বলেও জানানো হয়।

এছাড়া এসডিজি বাস্তবায়ন নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশের সহযোগী সংগঠন ‘অ্যাকশন এইড’ এর তত্ত্বাবধানে যুববান্ধব রাজনৈতিক ইশতেহার তৈরির কাজ করা হচ্ছে। সরকারের সব উন্নয়ননীতি এবং যুব সমাজের চাহিদার সাথে তা কতটা সমাঞ্জস্যপূর্ণ তা নিয়ে কাজ করছে বেসরকারি সংস্থা ব্র্যাক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিজি বাস্তবায়ন নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশের সমন্বয়ক আনিসাতুল ফাতেমা ইউসুফ, কোর এর সদস্য শাহীনা আনাম ও বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রধানরা।


শেয়ার করুন

0 facebook: