02 September 2018

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫


স্বদেশবার্তা ডেস্কঃ রংপুর শহরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে আরও ২৪ জন আহত হয়েছেন।

রোববার (২ সেপ্টেম্বর)  শহরের সিও বাজার এলাকায় আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের রোকসানা (১৮), আজমুন (৪৫ ) ও পঞ্চগড় জেলার শিশু শাহীন (৮) ।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে রংপুর থেকে পঞ্চগড়গামী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অন্য একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৪ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ বলেন, আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি।


শেয়ার করুন

0 facebook: