02 September 2018

বিজেপি নেতার মাতাল ছেলের গাড়িচাপায় নিহত ২


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে এক বিজেপি নেতার মাতাল ছেলে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দিয়েছে ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের ওপর। এতে দুই শ্রমিক নিহত হয়েছেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
  
শুক্রবার (৩১ আগস্ট) রাতে শহরের গান্ধীনগর রেলওয়ে স্টেশনের কাছের ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের ওপর বেপরোয়া গতির স্পোর্টস গাড়িটি তুলে দেন ভারত ভূষণ মিনা (৩৫) নামে ওই অভিযুক্ত।

স্থানীয় পুলিশ কর্মকর্তা নরেন্দ্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানায়, ফুটপাতে শুয়ে থাকা চার শ্রমিককে চাপা দেয় ভারত ভূষণের গাড়ি। এরপর তাদের হাসপাতালে ভর্তি করা হলে শনিবার (১ সেপ্টেম্বর) সকালে দু’জন শ্রমিক মারা যান।

ভারত ভূষণের বাবার নাম বদ্রি নারায়ণ মিনা। তিনি বিজেপির কৃষাণ মোর্চার নেতা। বদ্রি নারায়ণের নামে নিবন্ধিত গাড়িটিতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ‘গৌরব যাত্রার’ পোস্টারও দেখা যায়।

পুলিশ বলছে, ভারত ভূষণ মিনা ঘটনার সময় মাতাল ছিলেন। পরীক্ষায় তার রক্তে স্বাভাবিকের চেয়ে নয়গুণ বেশি মদগ্রহণের আলামত মিলেছে। ভূষণের গাড়িতে থাকা তার বন্ধুরাও মদ্যপ ছিলেন। প্রথমে তারা গান্ধীনগর রেলস্টেশনের পাশে ফ্লাইওভারের ফুটপাতে আঘাত করে। তখন জনতার চেঁচামেচিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে শুয়ে থাকা চার শ্রমিককে চাপা দেয়।

ভারত ভূষণের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করেছে।


শেয়ার করুন

0 facebook: