আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকা মহাদেশের বৃহৎ মুসলিম রাষ্ট্র আলজেরিয়ায় উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ। ‘আলজেরিয়া গ্রান্ড মসজিদ’ নামের এই মসজিদটি চলতি বছরের শেষদিকে উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন আলজেরিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী মোহাম্মদ ইসা। মসজিদটি রাজধানী আলজিয়ার্সের মোহাম্মদিয়া নামক স্থানে অবস্থিত। খবর আনাটোলিয়া'র।
জানা যায়, ২০১২ সালের মে মাসে নির্মাণকাজ শুরু হওয়া মসজিদটি একটি বৈজ্ঞানিক ও পর্যটনকেন্দ্রে পরিণত হবে। ১ লাখ ২০ হাজারেরও বেশি মুসল্লি একসঙ্গে এতে নামাজ আদায় করতে পারবেন। মসজিদটি ২ হাজার বর্গমিটারজুড়ে বিস্তৃত এবং এর মিনারের উচ্চতা প্রায় ২৬৫ মিটার।
এছাড়া মসজিদের ভূগর্ভস্থ তিন তলায় গাড়ি পার্কিংয়ে ব্যবস্থা রয়েছে। ১ লাখ ৮০ হাজার বর্গমিটারের পার্কটিতে ৬ হাজারের বেশি গাড়ি অনায়াসে রাখা যাবে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে আলাদা দুটি হল। একটি ১৬,০০০ বর্গমিটারের ১৫০০ আসন সমৃদ্ধ। অন্যটি ১০০ বর্গমিটার ও ৩০০ আসন বিশিষ্ট।
মসজিদে আগত বইপ্রেমীদের জন্য থাকবে ২১ হাজার ৮০০ বর্গমিটারের সুবিশাল ও সমৃদ্ধ লাইব্রেরি। পুরো মসজিদ কমপ্লেক্স প্রকল্প বাস্তাবায়নে খরচ হচ্ছে ১.৫ বিলিয়ন ডলার। এটি সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববির পর বিশ্বের সর্ববৃহৎ মসজিদ হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে।
আলজেরিয়ার ধর্মমন্ত্রী মোহাম্মদ ইসা বলেন, মুসল্লিদের সব ধরনের সুবিধাসম্পন্ন করে চলতি বছরের ডিসেম্বর নাগাদ যাবতীয় নির্মাণকাজ শেষ করা আমাদের টার্গেট। কোনো কারণে সম্ভব না হলে, ২০১৯ এর শুরুতে উদ্বোধন করতে পারবো বলে আমরা আশা রাখি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্ম ও জীবন
0 facebook: