মস্কো বলেছে, ইদলিবে ‘অভয়ারণ্য’ গড়ে তুলেছে সন্ত্রাসীরা এবং সেখানে অভিযান অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। ট্রাম্প সোমবার ইদলিবপ্রদেশে অভিযান চালানোর ব্যাপারে সিরিয়ার পাশাপাশি রাশিয়া ও ইরানকে সতর্ক করে দিয়ে বলেছিলেন- ইদলিবে যেন ‘বেপরোয়া অভিযান’ চালানো না হয়।
তিনি এক টুইটার বার্তায় দাবি করেন, ইদলিবে সেনা অভিযান চালালে বিপর্যয় সৃষ্টি হতে পারে। ট্রাম্প তার ভাষায় ‘এই বড় ভুলে’ অংশগ্রহণ থেকে বিরত থাকতে ইরান ও রাশিয়ার প্রতি আহ্বান জানান।
ট্রাম্পের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যে সন্ত্রাসবাদ গোটা সিরিয়াকে হুমকিতে ফেলেছে, তার কথা বিবেচনা না করে নিছক সতর্কবার্তা উচ্চারণ যথার্থ নয়। ট্রাম্প সার্বিক পরিস্থিতি বিচার না করেই এ বক্তব্য দিয়েছেন।
সিরিয়ার ইদলিবপ্রদেশে নিজেদের জন্য অভয়ারণ্য গড়ে তুলেছে বেশ কয়েকটি উগ্র সন্ত্রাসীগোষ্ঠী। তাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার সেনাবাহিনী।
আসন্ন ইদলিব অভিযান কেন্দ্র করে সিরিয়ায় সামরিক আগ্রাসন চালানোর অজুহাত সৃষ্টি করার জন্য যুক্তরাষ্ট্র ওই প্রদেশে সন্ত্রাসীদের মাধ্যমে রাসায়নিক হামলা চালাতে পারে বলে রাশিয়া আশঙ্কা প্রকাশ করেছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: