06 September 2018

গাড়িতে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন দুই যাজক

প্রতিকি ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিয়ামির সমুদ্র সৈকতে জনবহুল স্থানেই গাড়িতে যৌনকর্ম করছিলেন দুই পুরুষ যাজক। বিষয়টি দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গাড়ির জানালায় টোকা দিলেও হুঁশ ছিল না তাদের। পরে গাড়ি থেকে আটক করে প্রকাশ্যে অসামাজিক কাজের দায়ে মামলা দেয়া হয় তাদের বিরুদ্ধে।

অভিযুক্ত দুই ব্যক্তি ডিয়েগো বেরিও(৩৯) এবং এডউইন কোরটেস(৩০)। দুজনে ইলিয়নিস ও শিকাগোর ক্যাথলিক গির্জায় কর্মরত ছিলেন। ঘটনা জানাজানি হওয়ার পর তাদেরকে গির্জা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ ঘটনায় সমকামিতা ও ক্যাথলিক মতবাদের দ্বন্দ্ব আবারো সামনে এসেছে। ক্যাথলিক ধর্মযাজকরা সমকামিতাকে ‘সহজাত অসুস্থতা’ হিসেবে দেখেন।তবে সমকামি ব্যক্তিদের প্রার্থনাসহ সর্বত্র সম্মানের সাথে গ্রহণ করার পক্ষে তারা।

সমকামিতা নিয়ে ক্যাথলিক নীতিতে কোন পরিবর্তন আনেননি বর্তমান পোপ ফ্রান্সিসও। তবে তাদের অন্তর্ভূক্তির পক্ষে আগের পোপদের তুলনায় তাকে সরব থাকতে দেখা যায়।


শেয়ার করুন

0 facebook: