07 September 2018

তুরস্ক নিয়ে ভয়ঙ্কর নীলনকশা যুক্তরাষ্ট্রের!


আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক পারমাণবিক বোমা হচ্ছে বি-৬১ পারমাণবিক বোমার ১৩তম সংস্করণ। গত সপ্তাহে বি-২ যুদ্ধবিমানে করে এই বোমা নিক্ষেপের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এ পরীক্ষা চালানোর পর এর নিন্দা জানিয়েছে রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ ও রাষ্ট্রীয় গণমাধ্যম। এ ঘটনায় উদ্বেগও প্রকাশ করেছে রাশিয়া সরকার।

যুক্তরাষ্ট্র তাদের এই সর্বাধুনিক পারমাণবিক বোমা তুরস্কে মোতায়েন করার চিন্তা করছে বলে রাশিয়ার গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। রাশিয়ান সেনাবাহিনীর সাবেক কর্নেল ও সামরিক বিশ্লেষক আলেকজান্ডার ঝিলিন দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএকে বলছেন, ‘পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের এখনো আগ্রাসী মানসিকতা রয়েছে। যুক্তরাষ্ট্রের এ মানসিকতা বর্বর।

রাশিয়ার গণমাধ্যম আরআইএ এ মন্তব্য করা হয়েছে, তুরস্কের ইনকিরলিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র তার নতুন এই বোমা ও বহকারী বিমান মোতায়েন করবে। এছাড়া এটি ইতালি, বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডেও করা হতে পারে।

যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা করবে না তুরস্ক, প্রয়োজনে পাল্টা ব্যবস্থা
ডেইলি সাবাহ ও আনাদোলু এজেন্সি

যুক্তরাষ্ট্র আগামী নভেম্বর থেকে ইরানের তেল রফতানি বর্জনের যে আহ্বান জানিয়েছে তা অস্বীকার করে এ সম্পর্ক বজায় রাখা হবে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।

তিনি বলেন, আঙ্কারা অন্য কোনো দেশের স্বার্থ রক্ষার জন্য ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না। তুরস্কের সঙ্গে দেশটির অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ইরানের সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ধরনের চাপের তোয়াক্কা করবে না তুরস্ক। বরং সব চাপ মোকাবেলা করে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে দেশটি।

এর আগে ইরানের ওপর নতুন করে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় তেহরানকে বিশ্বের কোনো দেশের কাছে তেল বিক্রি করতে দেবে না ওয়াশিংটন।

মিত্রদেশগুলো যাতে চলতি বছরের নভেম্বর থেকেই ইরানি তেল আমদানি না করে সে দাবি জানাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। এ নিষেধাজ্ঞার ফলে ভারত, চীন, জাপান তেল আমদানি ‘শূন্যের কোটায়’ নামিয়ে আনবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।

রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ কিনলে এফ-৩০০ যুদ্ধবিমান সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দিয়ছে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের হুমকিতে পিছু হটবে না তুরস্ক। বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানের মুখপাত্র ইবরাহিম কালিন তার দেশের এ অবস্থান পরিষ্কার করেন।

তার্কিশ ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে কালিন বলেন, একটি স্বাধীন দেশ হিসেবে তুরস্ক এ বিষয়ে তার সিদ্ধান্তে অটল রয়েছে। তুরস্ক যার থেকে ভালো মনে করবে তার থেকে প্রয়োজনীয় প্রতিরক্ষাব্যবস্থা সংগ্রহ করবে।

কালিন বলেন, বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে। কিন্তু এমন কোনো শর্তে যাবে না বা মেনে নেবে না যা সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ হয়।

এস-৪০০ নিলে যুক্তরাষ্ট্রের অবরোধের প্রশ্নে তিনি বলেন, অবরোধ কোনো সুফল আনে না। তাই আমরাও এ বিষয়ে প্রয়োজনীয় পাল্টা পদক্ষেপ নেব।


শেয়ার করুন

0 facebook: