11 September 2018

নাইজেরিয়ায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৩৫


আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাসারাওয়া রাজ্যে গ্যাস ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

১০ সেপ্টেম্বর, সোমবার একটি পেট্রোল পাম্পে এ বিস্ফোরণের পর আগুন ধরে যায় বলে জানিয়েছে দেশটির জরুরি সংস্থা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছ, নাইজেরিয়ার রাজধানী আবুজার সঙ্গে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে সংযোগকারী লাফিয়া-মাকুরদি সড়কের একটি পেট্রোল পাম্পে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এসইএমএ) কর্মকর্তারা।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসইএমএ’র ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ জানিয়েছেন, ট্যাংকারটি থেকে গ্যাস খালাস করার সময় সেটি বিস্ফোরিত হয়।


শেয়ার করুন

0 facebook: