13 September 2018

শ্রীলঙ্কায় হিন্দুদের পশুপাখি বলি নিষিদ্ধ


আন্তর্জাতিক ডেস্কঃ ধর্মীয় রীতি হিসেবে হিন্দু ধর্মাবলম্বীদের পশুপাখি বলি দিয়ে মন্দির বা দেবতার নামে ‍উৎসর্গ করা নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার।

এই বিষয়ে হিন্দু ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

বেশির ভাগ হিন্দু উদারপন্থী এটাকে সমর্থন করছে বলেও জানান তিনি। তবে এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না দেশটিতে জনসংখ্যার দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা মুসলিমদের কুরবানি।

যদিও গত মার্চ মাসে দেশটিতে মুসলিমবিরোধী সহিংসতায় অন্তত তিনজন নিহত হয়েছে এবং মুসলিম মালিকানাধীন ৪৫০টি ঘরবাড়ি ও দোকান ভাঙচুর করা হয়।

ধর্মীয় রীতির অংশ হিসেবে দেশটির হিন্দু ও মুসলিমরা যথাক্রমে বলিদান ও জবাইয়ের মাধ্যমে পশু উৎসর্গ করে থাকে।

অনেক দিন ধরে এটাকে নিষ্ঠুরতা হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে আপত্তি জানিয়ে আসছে পশু অধিকারকর্মী এবং সংখ্যাগুরু বৌদ্ধ ধর্মাবলম্বীরা।


তবে হিন্দুরা এর প্রতিবাদ জানিয়ে বলেছেন, এতে তাদের ধর্মীয় স্বাধীনতা ব্যাহত হবে। কারণ এটি তাদের ধর্মীয় বিশ্বাসের একটি অংশ। এটা প্রাচীনকাল থেকে চলে আসছে এবং এখনও অব্যাহত থাকা উচিত।


শেয়ার করুন

0 facebook: