ফাইল ছবি |
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় হানিফ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশের যাওয়ার সময় বলে গেলেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে তার বৈঠক আছে। ওখানে গিয়ে একজন সহকারীর সঙ্গে বৈঠক করলেন।
তিনি বলেন, সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলো, কিন্তু জবাব দিতে পারলেন না বিএনপি মহাসচিব। ‘ব্যক্তিগত উদ্যোগ ছিল’ বলে কোনো রকম বেঁচে আসলেন। রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে একটা রাজনৈতিক দলের এ অবস্থা হয়!
যুক্তরাষ্ট্রে ‘বিএনপি লবিস্ট নিয়োগ’ করেছে দাবি করে আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, লবিস্ট নিয়োগ করে এখন ঘরে বসে অপেক্ষা করেন। তারাই আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বাংলাদেশের জনগণে তো আপনাদের আস্থা নেই।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ বিদেশি রক্তচক্ষুকে ভয় পায় না। কোনো ষড়যন্ত্র সফল হবে না। আজকে আপনারা যাদের প্রভূ মানেন, ৭১ এ এরাই বাংলাদেশকে সমর্থন করেনি।
এসময় হানিফ বলেন, বিদেশিদের কাছে ধর্না দিয়ে লাভ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে অংশ নিন। কোনো অযৌক্তিক দাবি মানা হবে না। এই নির্বাচনে অংশ না নিলে আত্মঘাতী সিদ্ধান্ত হবে বিএনপির জন্য।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের কাছে আমাদের উন্নয়ন প্রচার করুন। সত্য তথ্য দিয়ে বিএনপির অপপ্রচারের জবাব দিন। জনগণ আমাদের উপর আস্থাশীল। ইনশা আল্লাহ, নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পাবে।
স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সুপ্রিমকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আনোয়ারা শাহজাহান, মহিলা আওয়ামী লীগ নেত্রী স্মৃতিকণা বিশ্বাস, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আনোয়ারুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতা ইসফাক আহসান, ডেমরা থানা আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, স্থপতি খাইরুল আলম সাগর প্রমুখ।
0 facebook: