21 September 2018

ভারতের হরিয়ানায় মুসলিমদের বিরুদ্ধে নির্দেশ জারি, ইসলাম ধর্ম পালন করতে পারবে না


ভারতীয় প্রতিনিধিঃ কথিত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতে অগণতান্ত্রিক কাজ জাঁকিয়ে বসছে দিন দিন। অসহিষ্ণুতার বাতাবরণ ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। মাথায় ফেজ টুপি পরতে পারবেন না, লম্বা দাড়ি রাখতে পারবেন না। এমনকী, মুসলিম হলেও হিন্দু নাম রাখতে হবে। রাস্তায় বেরিয়ে প্রকাশ্যে নমাজ পড়া যাবে না। এই সব আজগুবি নির্দেশ জারি হয়েছে হরিয়ানার রোহতক জেলার তিতোলি গ্রামে। নির্দেশিকার ওই বৈঠকে গ্রামবাসীদের সঙ্গে সঙ্গে উপস্থিত ছিল পুলিশও। গত মঙ্গলবার ওই বৈঠক হয়েছে বলে জানা যায়।

পুলিশ সূত্রের খবর, গত ২২ অগস্ট একটি মুসলিম পরিবারেরর উপর হামলা করে গ্রামবাসীদের একাংশ। তাদের অভিযোগ, ওই মুসলিম পরিবার একটি বাছুরকে মেরেছে। মঙ্গলবারের বৈঠকে গ্রামের সব শ্রেণির লোকই ছিলেন বলে জানা গিয়েছে। সেখানে এ-ও নাকি ঠিক হয়েছে যে, ওই গ্রামে ওয়াকফ বোর্ডের যে এক একর জমি আছে, তা পঞ্চায়েত নিয়ে নেবে এবং গ্রামের বাইরে মুসলিমদের কবরের জন্য একটি জমি দেওয়া হবে।

গ্রামবাসীদের একাংশের অভিযোগ, বহু বছর ধরে হিন্দু-মুসলিম পরিবার শান্তিতে বসবাস করছে। কিন্তু সম্প্রতি উত্তরপ্রদেশ থেকে কিছু পরিবার ওই গ্রামে আসার পর থেকে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। ইয়ামিন নামে যে ব্যক্তির বিরুদ্ধে গোহত্যার অভিযোগ উঠেছে, তাঁকে গ্রামে আর ঢুকতে দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে।

মুসলিম একতা মঞ্চের সভাপতি শাহজাদ খান ওই ঘটনার নিন্দা করে বলেছেন এটি পুরো অসাংবিধানিক।


শেয়ার করুন

0 facebook: