ভারতীয় সেনাবাহিনীর সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় মিডিয়ার খবর, রোববার দুপুর ১২টা ১৩ মিনিটে আচমকাই পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দেখা যায় পুঞ্চের গুলপুর সেক্টরে। নিয়ন্ত্রণরেখার ভিতরে প্রায় ২৫০ মিটার ঢুকে আসে কপ্টারটি। সাদা রঙের ওই কপ্টারটি দেখেই চূড়ান্ত সতর্কতা নেয় ভারতীয় সেনাবাহিনী। প্রায় সঙ্গে সঙ্গেই কপ্টার লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন ভারতীয় জওয়ানরা। মিনিট পাঁচেক ভারতের আকাশে চক্কর কাটার পর ফের পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সীমায় ফিরে যায় সেটি। তবে সেনাবাহিনীর সূত্রে জানানো হয়েছে, বিমান বিধ্বংসী ভারী কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। ঘটনার একটি ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তাতে দেখা যাচ্ছে, পুঞ্চের পাহাড়ি এলাকায় উড়ছে সাদা ওই কপ্টারটি। সেনা জওয়ানরা যে গুলি করে নামানোর চেষ্টা করছেন, ক্রমাগত সেই গুলির শব্দও শোনা যাচ্ছে ওই ভিডিওতে। ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী দুই দেশের মধ্যে সীমান্ত চুক্তি অনুযায়ী, ভারত-পাক সীমান্তে নিয়ন্ত্রণ রেখার এক কিলোমিটারের মধ্যে কোনো হেলিকপ্টার ঢুকতে পারে না। ১০ কিলোমিটারের মধ্যে আসতে পারে না কোনো বিমান। জম্মু কাশ্মীর সীমান্তেও দুই দেশই এই নিয়ম মেনে চলে। তবে এদিন ভুল করে, নাকি পূর্ব পরিকল্পনা করেই কপ্টারটি ভারতীয় আকাশ সীমায় ঢুকেছিল, তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তানের পক্ষ থেকে এ নিয়ে কোনো বিবৃতি মেলেনি।
তাতে দেখা যাচ্ছে, পুঞ্চের পাহাড়ি এলাকায় উড়ছে সাদা ওই কপ্টারটি। সেনা জওয়ানরা যে গুলি করে নামানোর চেষ্টা করছেন, ক্রমাগত সেই গুলির শব্দও শোনা যাচ্ছে ওই ভিডিওতে। ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী দুই দেশের মধ্যে সীমান্ত চুক্তি অনুযায়ী, ভারত-পাক সীমান্তে নিয়ন্ত্রণ রেখার এক কিলোমিটারের মধ্যে কোনো হেলিকপ্টার ঢুকতে পারে না। ১০ কিলোমিটারের মধ্যে আসতে পারে না কোনো বিমান। জম্মু কাশ্মীর সীমান্তেও দুই দেশই এই নিয়ম মেনে চলে। তবে এদিন ভুল করে, নাকি পূর্ব পরিকল্পনা করেই কপ্টারটি ভারতীয় আকাশ সীমায় ঢুকেছিল, তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তানের পক্ষ থেকে এ নিয়ে কোনো বিবৃতি মেলেনি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: