26 September 2018

রেডি হন, ১ অক্টোবর থেকে সরকার পতনের আন্দোলনঃ মওদুদ


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন- ‘আগামী ১ অক্টোবর থেকে কঠোর আন্দোলন করতে হবে। আগামী তিন মাসে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ মাঠে থেকে আশা করি সক্রিয় ভূমিকা পালন করবে। রেডি হন। ১ অক্টোবর থেকে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’এর আয়োজনে এক যুব সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

মওদুদ আহমদ বলেন- ‘দেশের বিভিন্ন এলাকায় নতুন করে মামলায় পড়ছেন বিএনপির নেতা-কর্মীরা। কয়েক বছর আগের কোনও ঘটনায় শ্যোন অ্যারেস্ট দেখাতো। আর এখন ভৌতিক মামলা ও গায়েবি মামলা দেয়। কোনও ঘটনা ঘটার প্রয়োজন নেই। এমনিতেই মামলা দেয়।’ বিএনপির এই নেতা আরও বলেন- ‘গত ২১ দিনে চার হাজার মামলা দিয়েছে সরকার। আর এসব মামলায় আসামি করা হয়েছে তিন লাখ ৩১ হাজার জনকে। এই মামলা করতে আওয়ামী লীগ তাদের স্থানীয় নেতাদের ব্যবহার করেছে। তারা তালিকা পাঠিয়েছে। আর পুলিশ মামলা করেছে।’ নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন- ‘১ অক্টোবর থেকে রেডি হয়ে যান। আমরা এবার খালি মাঠে গোল দিতে দেব না। জনগণকে নিয়েই আমরা মাঠে থাকব।’ মওদুদ বলেন- ‘স্বৈরাচারী সরকারকে অপসারণ করতে হলে সারা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় ঐক্য প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে। মাঠে নামতে হবে। জনগণের জোয়ার এই সরকারকে দেখাতে হবে।’

জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, রফিক শিকদার, আশরাফউদ্দিন বকুল প্রমুখ।


শেয়ার করুন

0 facebook: