স্বদেশবার্তা ডেস্কঃ দেশের অবস্থা যাতে ভালো হতে পারে, এ জন্য আসন্ন নির্বাচনে ভালো প্রার্থী মনোনয়ন দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মুহম্মদ আবদুল হামিদ। তার নিজ জেলা কিশোরগঞ্জে পাঁচদিনের সফর কর্মসূচির প্রথম দিনে সোমবার অষ্টগ্রাম উপজেলা খেলার মাঠে তাকে দেয়া এক গণসম্বর্ধনা অনুষ্ঠানে এ আহবান জানান রাষ্ট্রপতি।
আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, দেশ এবং দেশের জনগণের বৃহত্তর স্বার্থে আগামী নির্বাচনে ভালো লোকদের মনোনয়ন দিতে আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানাচ্ছি।
দ্বিতীয়বারের মতো দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর প্রথম অষ্টগ্রাম সফরে আসায় তাকে সম্বর্ধনা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে অষ্টগ্রাম নাগরিক কমিটি। তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি একে অপরকে সঙ্গে নিয়ে কাজ করতে পারেন, তাহলে কোনও বিরোধ থাকতে পারে না এবং সবকিছু ভালোভাবে পরিচালিত হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ আসন্ন সাধারণ নির্বাচনের উল্লেখ করে বলেন, রাষ্ট্রপতির চেয়ারে বসে আমি রাজনৈতিক বক্তব্য দিতে পারি না, তবে, আমি জনগণকে বলতে পারি, নেতা নির্বাচনের ক্ষেত্রে তাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
রাষ্ট্রপতি বলেন, যারা নির্বাচিত হয়ে নিজেদের প্রভূ মনে করবে না, জনগণের সেবক মনে করবে, এমন নেতাদের নির্বাচিত করতে হবে। আপনাদের অবশ্যই একজন ভালো চরিত্রের নেতা নির্বাচিত করতে হবে। তাদের নির্বাচনী প্রতিশ্রুতি থাকতে হবে। তাদের সবসময় স্থানীয় উন্নয়ন এবং জনগণের কল্যাণ নিয়ে ভাবতে হবে। তিনি বলেন, বাংলাদেশ মধ্য আয়ের দেশের প্রায় কাছাকাছি পর্যায়ে রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে তুলনামূলক আরও উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের এবং ১৯৭০ সালের নির্বাচনের উল্লেখ করে বলেন, তাকে আজকের এই অবস্থানে আসতে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, এ সময়ের মধ্যে তিনি তার অনেক ঘনিষ্ঠজন ও বন্ধুদের হারিয়েছেন। তিনি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলুল হক হায়দারি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রকৌশলী রেজওয়ান আহম্মদ তৌফিক এমপি, আফজাল হোসেন এমপি, সোহরাব উদ্দিন এমপি, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম জিল্লুর রহমান, স্পেশাল পিপি এবং কিশোরগঞ্জ আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এম এ আফজাল, আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান এবং অষ্ট্রগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস।
0 facebook: