আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় সুলাবেসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাতে দেশটি প্রায় লণ্ডভণ্ড। আর এই সুযোগেই কারাগার থেকে পালিয়েছে ৫৬০ জন বন্দী।
দেশটির বার্তাসংস্থা আনতারার বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের ভূমিকম্পে পালু শহরের একটি কারাগারের দেয়াল ধসে পড়ে। আর এ সুযোগেই ওই কারাগারের ৫৬০ জন বন্দী পালিয়ে যায়। জেল প্রহরী বলেন, ‘পাহারাদারদের পক্ষে বন্দীদের আটকানো খুব কঠিন হয়ে পড়েছিল।
কেননা বন্দীরা খুব আতঙ্কিত ছিলেন আর ভূমিকম্পের সময় পাহারাদারদের জীবনও ঝুঁকিতে ছিল।’ ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডবে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৮৩২ জন। নিহতের সংখ্যা হাজার ছাড়াবে বলে আশঙ্কা করছে দেশটির রেডক্রস কর্মীরা।
কেননা বন্দীরা খুব আতঙ্কিত ছিলেন আর ভূমিকম্পের সময় পাহারাদারদের জীবনও ঝুঁকিতে ছিল।’ ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডবে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৮৩২ জন। নিহতের সংখ্যা হাজার ছাড়াবে বলে আশঙ্কা করছে দেশটির রেডক্রস কর্মীরা।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: