![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহরে একটি নির্বাচনী সমাবেশে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৭ জন নিহত ও অপর ২৫ জন আহত হয়েছেন। একজন স্থানীয় কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়া’র।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সিনহুয়া’কে জানান, পূর্বাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী জালালাবাদ নগরীর কামা অঞ্চলে সংসদ নির্বাচনের এক প্রার্থীকে লক্ষ্য করে দুপুরের দিকে এ হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের অ্যাম্বুলেন্স ও পুলিশ যানবাহনযোগে কাছের হাসপাতালগুলোতে নেয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।
২০ অক্টোবর আফগানিস্তানের সংসদীয় ও জেলা কাউন্সিল নির্বাচন উপলক্ষে শুক্রবার থেকে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চলছে। ৩৪টি প্রদেশের ৩৩টিতে (গজনী প্রদেশ ছাড়া) সংসদের ২৪৯টি আসনে প্রায় ২ হাজার ৬৯১ জন প্রার্থী অংশ নিয়েছেন।
উল্লেখ্য, এই নির্বাচন যুদ্ধ বিধ্বস্ত দেশটির জন্য আরেকটি মাইলফলক। চলতি বছরের গোড়ার দিক থেকে এ পর্যন্ত ৭ জন নির্বাচনী প্রতিদ্বন্দ্বীসহ মোট ৫০ জন নির্বাচন সংক্রান্ত হামলায় নিহত হয়েছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: