আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে গত সপ্তাহে শক্তিশালী ভূমিকম্প ও সুনামি আঘাত হানার পর এখনো পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার এ খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
বালেরোয়া ও পেতোবো শহরের কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। ২৮ সেপ্টেম্বর ভূমিকম্প ও সুনামি আঘাত হানার পর এই এলাকার নদীগুলোর মাটি পানি সঙ্গে মিশে পুরো প্রতিবেশী অঞ্চল ভাসিয়ে নিয়ে গেছে।
রবিবার জাকার্তায় সাংবাদিকদের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতোপো পুরও নুগ্রহ বলেন, এখন পর্যন্ত ১৭৬৩ জন ব্যক্তির মৃতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারমধ্যে পালু শহরের ২৬৫ জন বাসিন্দা নিখোঁজ।
সুতোপো পুরও নুগ্রহ জানান, নিহতদের সবাইকে গণকবরে দাফন করা হয়েছে। এই দুর্যোগের কারণে ৬২ হাজার মানুষ এখন বাস্তুচ্যুত।
তার ধারণা, বালেরোয়া ও পেতোবো শহরে এখনো পাঁচ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এই এলাকায় মাটির সঙ্গে পানি মিশ্রিত হয়ে তীব্র স্রোত বাড়িঘরগুলোতে আঘাত হানে। ভূমিকম্পের পর কমপক্ষে এক হাজার বাড়িঘর নদী থেকে আসা মাটির নিচের ঢাকা পড়ে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: