টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় রাতে মোহন গার্ডেন এলাকায় বীজেন্দ্র রানা টেম্পো চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বাসার পাশের রাস্তায় প্রতিবেশির কুকুরটি তার দিকে ঘেউ ঘেউ করে উঠে। তা দেখে রাস্তার অপর পাশে দাঁড়ানো কুকুরটির মালিক দেব চোপড়া তাকে কুকুরের কাছে ক্ষমা চাইতে বললে বীজেন্দ্র অস্বীকৃতি জানান। এরপরই তাকে এলোপাথাড়ি মারধর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়,দেবের দুই ভাই অঙ্কিত ও পরশ ওই সময় বীজেন্দ্রকে গাড়ি থেকে নেমে ক্ষমা চাইতে বলেন। বীজেন্দ্র তাদের জানান, কুকুরটিই তার পথে এসেছিল, কুকুরটিকে সরিয়ে নিতে। এতেই তারা ক্ষিপ্ত হয়ে চুলের মুঠি ধরে বীজেন্দ্রকে গাড়ি থেকে বের করে আনে রাস্তায়। নির্মমভাবে পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ৬ বার। এরপরও পেটে ঢুকিয়ে দেওয়া হয় স্ক্রু ড্রাইভার।
বীজেন্দ্রর চিৎকার শুনে তার ভাই রাজেশ বাড়ি থেকে বেরিয়ে আসলে তাকেও মারধর করা হয়। হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন তিনি। নিহত বীজেন্দ্রের মেয়ে ফোন করে ঘটনাটি পুলিশকে জানান। ১০ জনের সংসারে বীজেন্দ্রই একমাত্র রোজগার করতেন।
কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জানান, দেব চোপড়া ও তার দুই ভাই এ সময় নেশাগ্রস্ত ছিলেন। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীজেন্দ্র। তার ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার পর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: