13 October 2018

দক্ষিণ ভারতের চেয়ে পাকিস্তান অনেক ভালোঃ সিধু


আন্তর্জাতিক ডেস্কঃ ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সময় পাকিস্তানে গিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার ও রাজনৈতিক নেতা নভজ্যোত সিং সিধু। আর তারপর থেকেই বিতর্কের শীর্ষে মাঝেমধ্যেই উঠে আসেন তিনি। শনিবার পাকিস্তানের প্রশংসা করে দেয়া তার বক্তব্য সেই বিতর্ক আরও বাড়াল।

একটি সাহিত্য উৎসবের অনুষ্ঠানে খোলামেলা বক্তব্য রাখতে গিয়ে সিধু বলে বসলেন, দক্ষিণ ভারত যাওয়ার থেকে পাকিস্তান যাওয়া তার কাছে অনেক বেশি পছন্দের। ভাষা ও খাদ্যাভ্যাসের কারণেই পাকিস্তান তার কাছে বেশি পছন্দের বলে সাফ জানালেন পাঞ্জাবের কংগ্রেস সরকারের এই মন্ত্রী। একই সঙ্গে ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তান সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে আলিঙ্গন করার মধ্যেও  দোষের কিছু নেই বলে জানিয়েছেন এই প্রাক্তন ভারতীয় টেস্ট ওপেনার।

হিমাচল প্রদেশের কসৌলিতে সাহিত্য উৎসবের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই বিতর্কে ইন্ধন জোগান সিধু।

তার বক্তব্য, ‘দক্ষিণ ভারতে গেলে দু’-একটা শব্দ ছাড়া আমি কিছুই বুঝতে পারি না। ইডলির মতো খাবার এক-দু’দিন চালানো যেতে পারে। কিন্তু দিনের পর দিন দক্ষিণ ভারতীয় খাবার খাওয়া সম্ভব নয়। আর পাকিস্তানে গেলে পাঞ্জাবির পাশাপাশি ইংরেজি বলা যায়। পাকিস্তানের সঙ্গে আমাদের মিল অনেক বেশি।’

ইমরানের খানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাকিস্তান সেনাপ্রধানকে আলিঙ্গন করে দেশ জুড়ে বিতর্কের মুখে পড়েছিলেন সিধু। তখন সিধুর এই সৌভ্রাতৃত্বের আলিঙ্গন ভালো চোখে নেননি ভারতের অনেকেই। মূলত বিজেপি শিবির থেকেই সমালোচনার তির ছুটে গিয়েছিল সিধুর দিকে। সিধুকে অবশ্য টলানো যায়নি কোনওভাবেই।

পরে তিনি বলেন, পাকিস্তান সেনাপ্রধান তাকে ভারতের শিখদের জন্য কর্তারপুর সীমান্ত খুলে দেয়ার কথা জানিয়েছিলেন। পাকিস্তানের কর্তারপুর সাহিব গুরুদ্বার দেখতে পাবেন ভারতের শিখরা, এই আনন্দের আতিশয্যেই স্বতস্ফূর্তভাবে পাকিস্তান সেনাপ্রধানকে আলিঙ্গন করে ফেলেছিলেন তিনি।

একই সঙ্গে সিধু জানিয়েছেন, ‘সীমান্ত খুলে দিলে  শুধু ‘ঝাপ্পি (আলিঙ্গন)’ নয়, প্রয়োজনে ‘পাপ্পি (চুম্বন)’-ও দেব পাকিস্তান সেনাপ্রধানকে।’


শেয়ার করুন

0 facebook: