13 October 2018

মুম্বাই থেকে বাংলাদেশিদের তাড়ানোর দাবি!


স্বদেশবার্তা ডেস্কঃ ভারতে অবৈধ বিদেশিদের শনাক্ত করার দাবি তুলেছে বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশটির মুম্বাই থেকে কথিত ‘অবৈধ বাংলাদেশিদের’ তাড়ানোর দাবি উঠেছে।

আসাম রাজ্য জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই এমন দাবি করছে বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো। এ খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা।

মুম্বাইয়ের দক্ষিণতম প্রান্তে চার্চগেট স্টেশন থেকে চলাচল করা ট্রেনগুলোর শেষপ্রান্ত ভায়ান্দার স্টেশন। এই স্টেশনের কিছু দুরে গড়ে উঠেছে ‘বাংলাদেশ বস্তি’ নামে এক বিশাল কলোনি। বাংলাদেশিদের তাড়ানোর দাবিতে দিল্লির কনস্টিটিউশন ক্লাবের আলোচনায় উঠে এসেছে ভায়ান্দারের এই বস্তির নামও।

বাংলাদেশ থেকে লোকজন অবৈধভাবে ভারতে ঢুকে ভায়ান্দারে বসতি গড়ছে উল্লেখ করে বিজেপির ভাইস প্রেসিডেন্ট  বিনয় সহস্রবুদ্ধ বলেছেন, ‘মুম্বাইয়ের আশেপাশে টিলা-জঙ্গলগুলো দখল করে বাংলাদেশিরা বসবাস শুরু করেছে। নানা রকম বেআইনি ধান্দা পরিচালনা করছে। পুলিশ হানা দিতে গেলেও তাদের দিকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দিচ্ছে বাংলাদেশিরা।’ তিনি আরও বলেন, অবৈধ বাংলাদেশি নিয়ে সমস্যা শুধু আসামের নয়, মুম্বাইসহ পুরো দেশেই ‘টাইমবোমার’ মতো টিকটিক করছে।

বিজেপির প্রেসিডেন্সিয়াল নেতা অমিত শাহ ভারতে বসবাসরত বাংলাদেশিদের গালাগাল দিয়ে বলেছেন,‘এরা অনুপ্রবেশকারী উইপোকা।’

তবে ভারতীয় নেতারা যা বলছেন, তা কতটা সত্য? কজন বাংলাদেশি থাকেন ভায়ান্দার স্টেশনের অদূরে গড়ে ওঠা বাংলাদেশ বস্তিতে? বিবিসি জানিয়েছে, বাংলাদেশ বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেখানে কোনো বাংলাদেশি বসবাস করেন না।

তাহলে এই বস্তির নাম বাংলাদেশ বস্তি কেন? উত্তরে জানা গেছে,একাত্তরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের গৌরবান্বিত জয়ের সম্মানেই এর নাম করা হয়েছিল বাংলাদেশ বস্তি। আদতে কোনো দিন কোনো বাংলাদেশি সেখানে বসবাস করেনি।

এর আগেও বহুবার মুম্বাইয়ে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে রাজনৈতিক শ্লোগান উঠেছিল। কিন্তু তা থেমে গিয়েছিল। নতুন করে আবারও উঠেছে ‘বাংলাদেশি হঠাও’ কার্যক্রম। বিবিসির তথ্যমতে, কোনো বাংলাদেশি মুম্বাইয়ে বসবাস করে না। আবার মাস ছয়েকের মধ্যেই ভারতে সাধারণ নির্বাচন। তখন পর্যন্ত কিছু কিছু রাজনৈতিক দল যে এই ইস্যুতে তাদের ভোগাবে এটি পরিস্কার।


শেয়ার করুন

0 facebook: