22 October 2018

দুবাইয়ে কারাবন্দীরা পবিত্র কুরআন শরীফ মুখস্থ করলে শাস্তি কম


আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে কারাবন্দীরা যদি পবিত্র কুরআন শরীফ মুখস্থ করেন, তবে তাদের শাস্তি কমানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

গতকাল শনিবার দ্য ইন্টারন্যাশনাল কুরআন নিউজ এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়দুবাইয়ের কারাগারে প্রকল্পটি চালু করেছে দ্য দুবাই ইন্টারন্যাশনাল হোলি কুরআন অ্যাওয়ার্ড(ডিআইএইচকিউএ)

এই কমিটির সদস্যরা দুবাইয়ের কারাবন্দীদের পবিত্র কুরআন শরীফের পরীক্ষা নিয়ে বুঝতে পেরেছে যে, তারা পবিত্র কুরআন শরীফ মুখস্থ করতে সক্ষম

দুবাইয়ের গভর্নরের মানবতা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা এবং ডিআইএইচকিউএ আয়োজক কমিটির প্রধান ইব্রাহীম মুহাম্মাদ বু মেলহা এই প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেছেনপবিত্র কুরআন শরীফ মুখস্থ করলে কারাবন্দীদের শাস্তি কমানোর প্রকল্প নিয়ে আমি আশাবাদী

তিনি বলেন, এর ফলে কারাবন্দীরা ভবিষ্যতে তাদের আলোকিত জীবনের জন্য পবিত্র কুরআন শরীফ ব্যবহার করবে এবং কারাগারে তাদের অভিজ্ঞতাকে ভবিষ্যৎ জীবনের সংস্কার হিসেবে কাজে লাগাবে

ডিআইএইচকিউএর মানবসম্পদ এবং তথ্যপ্রযুক্তি পরিচালক মোহামেদ আল হাম্মাদি বলেন, এই প্রকল্পের তৃতীয় কোর্সে ১২৪ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করছেনঅংশগ্রহণকারীদের ১১৫ জন পবিত্র কুরআন শরীফ মুখস্থ করতে সক্ষম হওয়ায় তাদের শাস্তি কমানো হয়েছে

তিনি বলেন, এই প্রকল্পের আওতায় ৭ জন বন্দীর ২০ বছর, ৪ জন বন্দীর ১৫ বছর, ৮ জন বন্দীর ১০ বছর, ২০ জন বন্দীর ৫ বছর, ৩৫ জন বন্দীর ১ বছর এবং ৪১ জন বন্দীর ৬ মাসের শাস্তি কমানো হয়েছে


শেয়ার করুন

0 facebook: