26 October 2018

নির্বাচনের আগেই প্রধানমন্ত্রীকে হেফাজত ও কওমি আলেমদের সংবর্ধনা

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ কওমি সনদকে মাস্টার্সের সমমানের স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিচ্ছে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সর্বোচ্চ সংস্থা আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশহেফাজতে ইসলাম আমির শাহ আহমদ শফীর সভাপতিত্বে আগামী ৫ নভেম্বর সোহ্‌রাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সংবর্ধনা দেয়া হবে বলে জানা গেছে

এ সমাবেশে বিশাল উপস্থিতি নিশ্চিত করতে ১৫ সদস্যের একটি কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে

রাজধানীর মাতুয়াইলে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক বৈঠক অনুষ্ঠিত হয়। শাহ আহমদ শফীর সভাপতিত্বে ওই বৈঠকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহিত হয়সেই অনুযায়ী জামিয়াতিল কওমিয়া বোর্ডের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফীর নেতৃত্বে গত সোমাবার একটি প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে

হেফাজতের নেতারা জানান, সংসদে কওমি সনদকে মাস্টার্সের সমমানের স্বীকৃতির বিল পাস হওয়ার পর গত ১ অক্টোবর সংস্থার চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাহ্‌ আহমদ শফীর সভাপতিত্বে চট্টগ্রামের হাটহাজারী মাদ্‌রাসায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়


প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া নিয়ে হেফাজতে ইসলামের একটি অংশ বিরোধীতা করেনএরই পেক্ষিতে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলামী ঐক্যজোট ও হেফাজতের সিনিয়র নায়েবে আমিরের পদ থেকে পদত্যাগ করেন


শেয়ার করুন

0 facebook: