![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের (পার্লামেন্টারি পার্টি) যৌথসভা ডেকেছেন। শুক্রবার সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠেয় এ সভাটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনের আগে এই যৌথ সভায় দলীয় নেতা ও সংসদ সদস্যদের দিকনির্দেশনা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।
বৈঠকে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে মাঠ দখল রাখার কৌশল, নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করা, নির্বাচনকালীন সরকার এবং নির্বাচনে দলীয় মনোনয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে।
ক্ষমতাসীন দলের এ যৌথসভাটির দিকে দেশের রাজনৈতিক সচেতন নাগরিকের অনেকেরই বিশেষ নজর থাকবে। রাজনৈতিক অঙ্গনেও এ যৌথসভা আলাদা গুরুত্ব পাচ্ছে। কারণ এ সভায় আগামী নির্বাচনে দলীয় নেতাদের নির্বাচনী গাইডলাইন দেবেন শেখ হাসিনা। এ ছাড়া নির্বাচনকালীন সরকার নিয়েও এ সভায় আলোচনা হতে পারে।
যৌথসভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরোধী জোটের রাজনৈতিক আন্দোলন রাজপথেই মোকাবিলার প্রস্তুতি নিতে আহবান জানাবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে, এটা ধরে নিয়েই প্রধানমন্ত্রী জোটগতভাবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানাতে পারেন।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: