27 October 2018

ছেলেকে পান্তা ভাত খেতে দেওয়ায় লোহার রড দিয়ে বেধড়ক পেটাল বৃদ্ধ মাকে


আন্তর্জাতিক ডেস্কঃ পান্তা ভাত খেতে দেওয়ার অপরাধেবৃদ্ধা মাকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধেএ ঘটনায় লোহার রডের আঘাতে লক্ষ্মী মিত্র নামে ওই বৃদ্ধার ডান হাতের বেশ কিছুটা অংশ কেটে গেছে

ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগর থানার কল্যাণগড়ের ষাটফুট এলাকায় এ ঘটনা ঘটেএর আগে এই অশোকনগরেই মাকে মিষ্টি খেতে দেওয়ার অপরাধেপিতার গায়ে হাত তুলেছিল ছেলেসেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ছেলের হাতে মার খেতে হলো মাকে

ভারতীয়র সংবাদমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবারের এই ঘটনায় রাতেই অশোকনগর পুলিশ ওই ছেলেকে আটক করেতবে ছেলে কর্তৃক নির্যাতিত হয়েও তার বিরুদ্ধে থানায় অভিযোগ করতে রাজি নন ওই মাবরং আটক ছেলেকে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ করেছেন লক্ষ্মী মিত্র

তবে পুলিশ লক্ষ্মী মিত্রের অনুরোধ রাখেনিছেলের বিরুদ্ধে তিনি অভিযোগ না করলেও পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছেপরে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়

মার খেয়ে কেন পুলিশের কাছে অভিযোগ করছেন না এমন প্রশ্নে উত্তরে লক্ষ্মী মিত্র বলেন, ‘ছেলে ছাড়া আমাদের তো আর কেউ দেখার নেইছেলেকে আর একটা সুযোগ দিতে চাই

দিন কয়েক আগে একই ঘটনা ঘটে অশোকনগরেনিজের স্ত্রীকে মিষ্টি খাওয়ানোর কারণে ছেলে হাতে মার খেতে হয় বাবাকেএই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেসেখানে দেখা যায়, বৃদ্ধ বাবার জামার কলার ধরে চড় মেরে যাচ্ছে ছেলেদোষ, স্ত্রীর মধুমেহ থাকা সত্ত্বেও মিষ্টি খাইয়েছেন মানিকলাল বিশ্বাসসামান্য এ কারণেই বাবাকে মারধর করেছে ছেলে

ঘটনা পর প্রদীপ নামের ওই ছেলেকে আটক করে পুলিশতবে তাকেও ছেড়ে দেয়ার অনুরোধ করেছেন বাবা মানিকলাল বিশ্বাসতবে পুলিশ প্রদীপকে ছাড়েনিপরে সে আদালত থেকে জামিন পেয়েছে


শেয়ার করুন

0 facebook: