27 October 2018

মাটি যেন গিলে খেলো দুই তুর্কি নারীকে (ভিডিওসহ)


আন্তর্জাতিক ডেস্কঃ রাস্তা দিয়ে যাচ্ছিলেন দুজন নারীসেসময় হঠাৎ করেই মাটি দেবে যায়মাটি ঠিক যেন তাদের গিলে খেলোতারপরও অলৌকিকভাবে বেঁচে গেছেন তুরস্কের ওই নারীখবর খালিজ টাইমসের

অবাক করে দেয়ার মতো এই ঘটনা একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছেওই ভিডিও ফুটেজে দেখা গেছে, দিয়ারবাকির শহরে সাইডওয়াক দিয়ে ওই দুই নারী হেঁটে যাচ্ছিলেন

এসময় তারা কিছু সময়ের জন্য রাস্তার ওপরই দাঁড়িয়ে যানঠিক সেসময় রাস্তা ধসে পড়ে এবং তাদের দুজনকে গিলে খেয়ে ফেলেএসময় পথচারীরা তাদের সাহায্যে এগিয়ে আসেএর কিছুক্ষণ পরই সেখানে অ্যাম্বুলেন্স হাজির হয়পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়

পরে কর্তৃপক্ষ ওই দুই নারীর পরিচয় জানিয়েছেতারা হচ্ছেন- ডা. সুজান কুদে বালিক এবং নার্স ওজলেম দুমাজওই ঘটনায় তারা সামান্য আহত হয়েছেন

কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে

পরে তুরস্কের নিরাপত্তা বাহিনী ওই ঘটনার ফুটেজ প্রকাশ করলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কেন ওই রাস্তা এমনভাবে ধসে পড়লে সেটি খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনীএছাড়া নিরাপত্তার স্বার্থে ওই এলাকা বন্ধ করে দেয়া হয়েছে


শেয়ার করুন

0 facebook: