29 October 2018

এক বিচারপতির নামে ২২২৪ গাড়ি!


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক একজন বিচারপতির নামে দুই হাজার ২২৪টি গাড়ি নিবন্ধন হয়েছেতবে পাকিস্তানী গণমাধ্যম ডনের খবরে বলা হয়, ৮২ বছর বয়স্ক সাবেক বিচারপতি সিকান্দার হায়াত একটি গাড়ি ব্যবহার করেন

সিকান্দার হায়াতের আইনজীবীর দাবি করেছেন, তার নামে অন্য অনেকেই ওই গাড়িগুলো নিবন্ধন করে নিয়েছেন

ডনের খবরে আরও বলা হয়েছে, সম্প্রতি গাড়ি নিবন্ধন বিভাগের হালনাগাদ তথ্য কার্যক্রমের সময় দেখা যায় বিচারপতি সিকান্দার হায়াতের নামে অনেক গাড়ির নিবন্ধন আছেআর তাই এতগুলো গাড়ির নিবন্ধন কেন ওই বিচারপতির নামে তা জানতে চেয়ে কয়েক দিন আগে দেশটির আয়কর বিভাগ থেকে নোটিশ পাঠানো হয়নোটিশে গাড়িগুলোর বিস্তারিত জানতে চাওয়া হয়

বিচারপতি একটিমাত্র গাড়ি ব্যবহার করেনআয়কর বিভাগ থেকে জারি করা নোটিশে উল্লেখিত গাড়িগুলো তার নয় বলে বিচারপতির আইনজীবী মিয়া জাফর দাবি করেছেনতবে দেশটির আয়কর বিভাগ বলছে, গাড়িগুলো বিচারপতির নামে নিবন্ধন করা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আদালতে বিষয়টি উত্থাপন করা হলে প্রাদেশিক আয়কর বিভাগকে কীভাবে এটি সম্ভব হয়েছে, এক সপ্তাহের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে


শেয়ার করুন

0 facebook: