03 November 2018

মিসরে চার্চে গাড়ি হামলায় নিহত ৭


আন্তর্জাতিক ডেস্কঃ মিসরে একটি খ্রিস্টান চার্চে গাড়ি হামলায় অন্তত সাত ব্যক্তি নিহত হয়েছেএতে আরও ১৪ জন আহত হয়েছেখবর আল-জাজিরা ও রয়টার্সের খবরে বলা হয়েছে, রাজধানী কায়রো থেকে ২৭০ কিলোমিটার উত্তর দিকে মিনায়া নামক স্থানে শুক্রবার এ হামলার ঘটনা ঘটেছে

হামলাস্থলের চার্চের আর্জবিশপ রয়টার্সকে বলেন, হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেএছাড়া ১৪ জন আহত হয়েছে হামলার ঘটনা এখনো পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি

এর আগে ২০১৭ সালের মে মাসে মিসরে আরেকটি চার্চে বন্দুক হামলার ঘটনা ঘটেতখন ২৮ জন নিহত হয়েছিল


শেয়ার করুন

0 facebook: