ফজল আরো বলেন, আদালত সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দিয়েছেন, তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করেছেন, যা আমরা কখনোই মানি না। তাহলে ইসলামের বিরুদ্ধে নেয়া সিদ্ধান্তকে আমরা কিভাবে মেনে নিবো। আমাদের দেশ একটি সার্বভৌম দেশ। আমরা বিদেশি কোনো রাষ্ট্রের আদেশ মানি না।
কিন্তু পিটিআই শাসিত সরকার যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কাছে নতি স্বীকার করেছে। আমরা এর নিন্দা জানাই। সরকারকে ক্ষমতা ছাড়তে হতে পারে বলে এ সময় তিনি ইঙ্গিত দেন।
তিনি আরো বলেন, বৃটিশ এবং ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে আসিয়া বিবির এ রায়কে প্রশংসা করা হয়েছে। সুতরাং এটি ¯পষ্ট যে, এ রায় অন্য কোনো জায়গা থেকে এসেছে। আর আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বক্তব্য সব সন্দেহ দূর করে দেয়। পাকিস্তান মূলত একটি ইসলামিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আমরা অন্য কোনো দেশকে মানব না। আমরা যদি তা করি, তাহলে আমাদের সংবিধান ক্ষতিগ্রস্ত হবে।
জেইউআই-এফ এর নেতা আব্দুল গফুর হায়দারির নেতৃত্বে আসিয়া বিবির রায়ের বিরুদ্ধে একটি মিছিল পার্লামেন্ট ভবন এবং সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নেয় শুক্রবার। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হায়দরি বলেন, সুপ্রিম কোর্টের এই রায় সমগ্র জাতি প্রত্যাখ্যান করেছে। সূত্র: ডন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: