03 November 2018

আসিয়া বিবি ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়কে প্রত্যাখ্যান করলেন মাওলানা ফজল


আন্তর্জাতিক ডেস্কঃ আসিয়া বিবি ইস্যুতে সুপ্রিম কোর্টের দেয়া রায়কে সরাসরি প্রত্যাখান করেছেন পাকিস্তানের শক্তিশালী ইসলামপন্থি দল জমিয়ত উলেমায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর প্রধান মাওলানা ফজলুর রেহমানসম্প্রতি মৃতুদন্ডের রায় পাওয়া আসিয়া বিবিকে বেকসুর খালাস দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্টএই রায় বাতিল করা না হলে দেশজুড়ে সহিংস আন্দোলন ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মাওলানা ফজলশুক্রবার পেশোয়ারের এক র‌্যালিকে উদ্ধৃত করে তিনি বলেন,আসিয়া বিবির এই রায়কে কার্যকর করলে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) শাসিত সরকারকে ক্ষমতা ছেড়ে যেতে হবে

ফজল আরো বলেন, আদালত সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দিয়েছেন, তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করেছেন, যা আমরা কখনোই মানি নাতাহলে ইসলামের বিরুদ্ধে নেয়া সিদ্ধান্তকে আমরা কিভাবে মেনে নিবোআমাদের দেশ একটি সার্বভৌম দেশআমরা বিদেশি কোনো রাষ্ট্রের আদেশ মানি না

কিন্তু পিটিআই শাসিত সরকার যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কাছে নতি স্বীকার করেছেআমরা এর নিন্দা জানাইসরকারকে ক্ষমতা ছাড়তে হতে পারে বলে এ সময় তিনি ইঙ্গিত দেন

তিনি আরো বলেন, বৃটিশ এবং ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে আসিয়া বিবির এ রায়কে প্রশংসা করা হয়েছেসুতরাং এটি ¯পষ্ট যে, এ রায় অন্য কোনো জায়গা থেকে এসেছেআর আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বক্তব্য সব সন্দেহ দূর করে দেয়পাকিস্তান মূলত একটি ইসলামিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছেআমরা অন্য কোনো দেশকে মানব নাআমরা যদি তা করি, তাহলে আমাদের সংবিধান ক্ষতিগ্রস্ত হবে।     

জেইউআই-এফ এর নেতা আব্দুল গফুর হায়দারির নেতৃত্বে আসিয়া বিবির রায়ের বিরুদ্ধে একটি মিছিল পার্লামেন্ট ভবন এবং সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নেয় শুক্রবারগণমাধ্যমের সঙ্গে আলাপকালে হায়দরি বলেন, সুপ্রিম কোর্টের এই রায় সমগ্র জাতি প্রত্যাখ্যান করেছেসূত্র: ডন


শেয়ার করুন

0 facebook: