![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ ১৭৩ যাত্রী নিয়ে আকাশে ঘুরপাক দিচ্ছে নর্ডস্টার ফ্লাইটের বোয়িং-৭৩৭ বিমানটিতে। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি অবতরণের জন্য সাইবেরিয়ার আকাশে ঘুরছে।
রাশিয়ার তাস নিউজ এজেন্সি ও টিভিকে৬ এর খবরে বলা হয়েছে, বিমানটির ককপিটের ‘উইন্ডশিল্ডে' ত্রুটি দেখা দিয়েছে। ফলে সেটি সাইবেরিয়ায় জরুরি অবতরণের প্রস্তুতি।
সাইবেরিয়ার স্থানীয় পরিবহন সেবার একজন কর্মকর্তা সংবাদ মাধ্যম আরটিকে জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের পর সমস্যা দেখা দেয়। পাইলট ইন্ডিকেটরে টেকনিক্যাল সমস্যার সংকেত দেখতে পায়।
জানা গেছে, বোয়িংটি 'নর্ডস্টার ফ্লাইটের' একটি নিয়মিত উড়োজাহাজ। আজ রোববার রাশিয়ার নভোসিভিরিস্ক শহর থেকে চীনের দক্ষিণাঞ্চলীয় সানিয়া শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল।
কিন্তু উড্ডয়নের পরে বিমানটির ককপিটের ‘উইন্ডশিল্ডে’ চিড় ধরা পড়ে। ফলে দ্রুত সেটি সাইবেরিয়ার ক্রাসনয়াস্ক এয়ারপোর্টে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রাসনয়াস্ক এয়ারপোর্টে অবতরণের জন্য চক্কর কাটছে। এদিকে দুর্ঘটনা মোকাবেলায় বিমানবন্দরে দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: