![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ মহান আল্লাহতায়ালা পবিত্র কোরআন শরীফে বলেছেন, ‘আমি পবিত্র কোরআন শরীফ এমন বিষয় নাজিল করেছি, যা রোগের সুচিকিৎসা ও মুমিনদের জন্য রহমত।’ বলেছেন- হাসপাতালের একজন চিকিৎসক।
তিনি বলেন, পবিত্র কোরআন শরীফে আছে- সর্ব রোগের শেফা। আর সেই বিশ্বাস থেকে এ হাসপাতালে পবিত্র কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়।’ এ হাসপাতালটি পাকিস্তানের লাহোরে অবস্থিত।
এখানে আইসিইউ ওয়ার্ডে মুমূর্ষু রোগীদের পবিত্র সুরা আর-রহমান শরীফ শোনানো হয়ে থাকে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকবৃন্দ। লাহোরের হাসপাতালের আইসিইউতে চালু এ চিকিৎসার খবর ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, আইসিইউ চেম্বারে সুরা আর-রহমান শুনানো হচ্ছে রোগীদের।
তথ্যঃ যুগান্তর।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্ম ও জীবন
0 facebook: