![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ জয়পুরহাটে বৈদ্যুতিক গোলযোগ থেকে বাড়িতে আগুন লেগে জমজ শিশুসহ একই পরিবারের আট জনের মৃত্যু হয়েছে। ৭ নভেম্বর, বুধবার রাত ১০টার দিকে শহরের আরামনগর এলাকায় দুলাল হোসেনের আধা পাকা বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানান জয়পুরহাট ফায়ার স্টেশনের পরিদর্শক সিরাজুল ইসলাম।
অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিরা হলেন- দুলাল হোসেন (৭১), তার স্ত্রী মোমেনা বেগম (৬৫), তাদের ছেলে আব্দুল মুমিন (৩৭), মুমিনের স্ত্রী পরিনা বেগম (৩০), মুমিন-পরিনার মেয়ে জেএসসি পরীক্ষার্থী বৃষ্টি (১৩), তাদের যমজ সন্তান হাসি ও খুশি (১২) এবং তাদের ছেলে আব্দুর নূর (৬)। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) রশিদুল হাসান জানান, রাতে রাইস কুকারে রান্নার সময় বৈদ্যুতিক গোলযোগ থেকে দুলালের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে ঘটনাস্থল থেকে মোমেনা, মুমিন ও বৃষ্টির পোড়া মৃতদেহ উদ্ধার করে।
সে সময় দগ্ধ অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চার জনের মৃত্যু হয়। বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
খবর বিভাগঃ
ঢাকা বিভাগ
বিভাগীয় সংবাদ
0 facebook: