![]() |
ফাইল ছবি |
৮ নভেম্বর, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে খালেদাকে কারাগারে নেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা যায়, প্রয়োজনীয় আসবাবপত্র পাঠানো শেষে বেলা সোয়া ১১টার দিকে খালেদাকে কারাগারে নেওয়া হবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে সাবেক কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া। বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে এক রিট অাবেদনের ভিত্তিতে গত ৪ অক্টোবর খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তির নির্দেশ দেয় হাইকোর্ট।
এর পর ৬ অক্টোবর বেলা ৩টার পরে খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। পরদিন পুরানো মেডিকেল বোর্ডের চিকিৎসাপত্র অনুযায়ী তার চিকিৎসা চলবে বলে জানান খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত নতুন মেডিকেল বোর্ড।
0 facebook: