13 November 2018

ভারতের যে গ্রামে পুরুষদের দুই বিয়ে বাধ্যতামূলক

প্রতিকি ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে বহু ধরনের বিয়ে প্রচলিত আছেকোথাও কোথাও একাধিক বিয়ে খুবই স্বাভাবিক আবারও কোথাও কোথাও এটা একটা ট্যাবুকিন্তু ভারতের একটি গ্রাম আছে যেখান প্রত্যেক পুরুষ দুটি করে বিয়ে করেনআর তাদের দ্বিতীয় বিয়ে করার কারণটাও বেশ অদ্ভূত

ভারত-পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানের ছোট্ট গ্রাম দেরাসরবারমেঢ় জেলার এই গ্রামের প্রত্যেক পুরুষেরই দুইবার বিয়ে বাধ্যতামূলকতবে ওই গ্রামের দুইবার বিয়ে নিয়ে কোনও সামাজিক বা আইনগত সমস্যাও হয় না

দেরাসর গ্রামে প্রায় ৬০০ জন মানুষের বাসগ্রামটি মূলত মুসলিম অধ্যুষিতসেখানে কম বেশি ৭০টি পরিবার রয়েছে

গ্রামবাসীদের দাবি, প্রত্যেক পরিবারই নাকি পরম্পরাগতভাবে বিয়ে নিয়ে এই রীতি মেনে আসছে

এক প্রকার জোর করেই ছেলেদের দ্বিতীয়বার বিয়ে দিতে বাধ্য করে তাদের পরিবার

গ্রামবাসীদের দাবি, আগে গ্রামে যতজন পুরুষ বিয়ে করতেন, তাদের কারোরই প্রথম পক্ষের স্ত্রীর সন্তান হতো নাতাই দ্বিতীয়বার বিয়ে করতে হতোসেই দ্বিতীয় পক্ষের স্ত্রীর গর্ভে নাকি সন্তান আসতো

বহুদিন ধরেই সেখানে এমন ঘটনা ঘটছেতাই এটিকে এখন রীতি হিসেবে মেনে নিয়েছেন গ্রামবাসীরা

এখনও নাকি এমন ঘটনাই ঘটে চলেছে গ্রামটিতেযদিও এই ঘটনার কোনও ব্যাখ্যা দিতে পারেননি কেউইগ্রামবাসীদের কথায়, প্রথমবার বিয়ের পর অনেকেই দীর্ঘকাল সন্তানের জন্য অপেক্ষা করেছেন, এমন প্রচুর উদাহরণ রয়েছে

তাই দ্বিতীয়বার বিয়ে করাটাকে এই গ্রামে শুভ বলেই মনে করা হয়


শেয়ার করুন

0 facebook: