16 November 2018

জিম্বাবুয়েতে বাসে বিস্ফোরণে ৪২ জনের প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্কঃ জিম্বাবুয়েতে একটি যাত্রীবাহী বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শুক্রবার ৪২ জন নিহত হয়েছেনবিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ

বার্তা সংস্থা এএফপিকে পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা বলেন, এই মুহূর্তে আমরা জানি ৪২ জনের বেশি মানুষ মারা গেছেনপুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে

রাষ্ট্রীয় হেরাল্ড পত্রিকা বলছে, একজন যাত্রীর সঙ্গে থাকা সিলিন্ডারের বিস্ফোরণে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছেএতে কয়েক ডজন নিহত ও অনেকে আহত হয়েছে বলে জানান তারা

দক্ষিণ আফ্রিকার সীমান্তের কাছে একটি মহাসড়কে পুড়ে যাওয়া গাড়িটির ছবি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ব্রডকাস্টিং করপোরেশন

বিবিসি জানায়, গোয়ান্ডা শহরের হাসপাতালে নিয়ে যাওয়া আহতরা জানায় অন্ধকার নামার পর পর কন্ডাক্টর লাইট জ্বালানোর আগে পুরো বাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে যায়আলো জ্বালানো হলে বাসে আগুন ধরে যায়

খবরে বলা হয়, জিভিস্বাবানে থেকে বাইতব্রিজে যাওয়ার পথে ফিলাবুসি টউনে বিস্ফোরণ ঘটেএতে অন্তত ৩০ জন আহত হয়েছেনতাদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে


শেয়ার করুন

0 facebook: