19 November 2018

২য় দিনের মতো চলছে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার দ্বিতীয় দিনের মতো চলছেসোমবার সকাল থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বরিশাল বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়বেলা আড়াইটার পর খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার হবে

দ্বিতীয় দিনের মনোনয়ন বোর্ডেও লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বরিশাল বিভাগের ছয় জেলার ২১টি সংসদীয় আসন এবং খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি আসনের জন্য প্রায় পাঁচ শতাধিক প্রার্থী এদিন সাক্ষাৎকারে অংশ নেওয়ার কথা রয়েছে

এদিকে গতকাল রোববার সকাল ৯ টা ৪০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হয়মধ্যাহ্ন বিরতি দিয়ে সাক্ষাতকার চলে রাত অবধিপ্রথম ধাপে রংপুর বিভাগের ৩৩ টি আসনে ১৫৮ জন এবং দ্বিতীয় ধাপে রাজশাহী বিভাগের ৩৯টি আসনে ৩৬৮ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাতকার নেয়া হয়

মনোনয়ন বোর্ডে আছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব) মাহবুবুর রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী


শেয়ার করুন

0 facebook: