ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না, তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি অনুরোধ জানিয়েছেন। গতকাল রবিবার সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাত্কার গতকাল সকালে শুরু হয়েছে। এতে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তারেক রহমান মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাত্কার নিয়েছেন। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তারেক রহমান একজন দণ্ডিত অপরাধী। তিনি পলাতক। তিনি একটি দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন। তিনি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না, তা বিবেচনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমি জাতির কাছে এর বিচার চাইছি। নির্বাচন কমিশনকেও অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দু’টি মামলায় একটিতে সাত বছর এবং আরেকটিতে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত তারেক রহমানের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া কতটা সঙ্গতিপূর্ণ তা আপনারা খতিয়ে দেখবেন।
নির্বাচন কতটুকু ফেয়ার হবে, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে এর আগে যে নির্বাচনগুলো হয়েছে তার চেয়ে এবার আরও ভালো নির্বাচন হবে। স্বচ্ছ ও সুষ্ঠু হবে। শতভাগ স্বচ্ছ ও সুষ্ঠু কোনো দেশেই হয় না। তবে ভালো নির্বাচন হবে।’ জরিপের ফলাফল বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন ছয় মাস বা তিন মাস আগের জরিপ এখন ঠিক নেই। তবে আমাদের অনেকে সে সময় পিছিয়ে ছিল, এখন তারা অনেকে এগিয়ে গেছে। বিরোধী দল কত সিট পাবে বা আমরা কত সিট পাবো এভাবে বলতে চাই না। তবে আমরা বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।’
ওবায়দুল কাদের বলেন, ‘রিজভী সাহেব বলেছেন আমরা লেজেগুবরে অবস্থার মধ্যে আছি। আমরাতো তার কথা শুনেছি, এই নির্বাচনে বিএনপি নিজেরাই লেজেগুবরে অবস্থায় আছে। কাকে কোথায় নমিনেশন দেবে সেটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছে। তাদেকে আয়নায় নিজেদের চেহারাটা দেখতে বলেন তিনি।’ কে কোন প্রতীকে ভোট করবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রতীকের বিষয়ে যারা নৌকা নেবে তারা নেবে। আরা যারা নেবে না তারা নেবে না।
বিএনপি আমলে বোমা হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া কখনও আওয়ামী লীগ করেননি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সে (ড. রেজা কিবরিয়া) তো আর উল্লেখযোগ্য এমন কেউ না। চলে গেছে। আমাদের সাথে তো রেজা কিবরিয়া কখনও ছিল না। রেজা কিবরিয়া কখনও আওয়ামী লীগ করেনি। সে কোথায় গেল, না গেল, যারা আওয়ামী লীগ করেছে তারা তো অনেকে ধানের শীষে। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই।’ আওয়ামী লীগের মনোনয়নের বাইরে যারা বিদ্রোহ করছেন তাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিদ্রোহ করলে খবর আছে। একদম ‘হি অর সি উইল বি এক্সপেল্ড ফর লাইফ’।
0 facebook: