19 November 2018

অতীতের চেয়ে এবার ভালো নির্বাচন হবেঃ কাদের

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না, তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি অনুরোধ জানিয়েছেনগতকাল রবিবার সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ অনুরোধ জানান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাত্কার গতকাল সকালে শুরু হয়েছেএতে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তারেক রহমান মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাত্কার নিয়েছেনএ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তারেক রহমান একজন দণ্ডিত অপরাধীতিনি পলাতকতিনি একটি দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেনতিনি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না, তা বিবেচনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমি জাতির কাছে এর বিচার চাইছিনির্বাচন কমিশনকেও অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দুটি মামলায় একটিতে সাত বছর এবং আরেকটিতে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত তারেক রহমানের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া কতটা সঙ্গতিপূর্ণ তা আপনারা খতিয়ে দেখবেন

নির্বাচন কতটুকু ফেয়ার হবে, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে এর আগে যে নির্বাচনগুলো হয়েছে তার চেয়ে এবার আরও ভালো নির্বাচন হবেস্বচ্ছ ও সুষ্ঠু হবেশতভাগ স্বচ্ছ ও সুষ্ঠু কোনো দেশেই হয় নাতবে ভালো নির্বাচন হবেজরিপের ফলাফল বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন ছয় মাস বা তিন মাস আগের জরিপ এখন ঠিক নেইতবে আমাদের অনেকে সে সময় পিছিয়ে ছিল, এখন তারা অনেকে এগিয়ে গেছেবিরোধী দল কত সিট পাবে বা আমরা কত সিট পাবো এভাবে বলতে চাই নাতবে আমরা বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী

ওবায়দুল কাদের বলেন, ‘রিজভী সাহেব বলেছেন আমরা লেজেগুবরে অবস্থার মধ্যে আছিআমরাতো তার কথা শুনেছি, এই নির্বাচনে বিএনপি নিজেরাই লেজেগুবরে অবস্থায় আছেকাকে কোথায় নমিনেশন দেবে সেটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছেতাদেকে আয়নায় নিজেদের চেহারাটা দেখতে বলেন তিনিকে কোন প্রতীকে ভোট করবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রতীকের বিষয়ে যারা নৌকা নেবে তারা নেবেআরা যারা নেবে না তারা নেবে না

বিএনপি আমলে বোমা হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া কখনও আওয়ামী লীগ করেননি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সে (ড. রেজা কিবরিয়া) তো আর উল্লেখযোগ্য এমন কেউ নাচলে গেছেআমাদের সাথে তো রেজা কিবরিয়া কখনও ছিল নারেজা কিবরিয়া কখনও আওয়ামী লীগ করেনিসে কোথায় গেল, না গেল, যারা আওয়ামী লীগ করেছে তারা তো অনেকে ধানের শীষেএটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেইআওয়ামী লীগের মনোনয়নের বাইরে যারা বিদ্রোহ করছেন তাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিদ্রোহ করলে খবর আছেএকদম হি অর সি উইল বি এক্সপেল্ড ফর লাইফ


শেয়ার করুন

0 facebook: