স্টাফ রিপোর্টার।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল থেকে ১০টি রামদা, ২টি বড় ছুরি ও বেশ কিছু লোহার পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
হলের পিছন থেকে আজ বুধবার সকালে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
রাতে আকস্মিক হলে তল্লাশি চালায় হল প্রশাসন। ওই সময়ে অপ্রীতিকর কিছু পাননি তারা। পরবর্তীতে সকালে হলের কর্মচারীরা পেছনের অংশ পরিচ্ছন্ন করতে গেলে সেখানে এসব অস্ত্র পায় তারা। পরবর্তীতে হল প্রাধ্যক্ষকে জানানো হলে তিনি এসব সরঞ্জাম জব্দ করেন।
অস্ত্র উদ্ধারের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক বলেন, প্রশাসনের নিয়ন্ত্রণে না থাকায় হলগুলো অছাত্রদের দখলে যাচ্ছে। এসব অছাত্ররা হলগুলোতে অস্ত্র ও মাদকের আখড়া তৈরি করছে। এভাবে হলের অনেকগুলো রুমে মাদকের নিরাপদ আখড়াও গড়ে ওঠে।
তিনি বলেন, প্রশাসন যদি বিশেষ রুমে অভিযান চালায় তাহলে অবৈধ কাজের শেষ হবেনা। তাঁদের উচিত হলের সবগুলো রুমে তল্লাশি করা। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসনকে আরো দায়িত্বশীল হতে হবে বলে জানান তিনি।
খবর বিভাগঃ
অপরাধ
ঢাকা বিভাগ
শিক্ষা
0 facebook: