স্বদেশবার্তা ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেফতার করছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
শনিবার সকালে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে জাতীয় নির্বাচন উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নির্বাচনী আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিং শেষে সাংবাদিকদের এ কথা জানান সিইসি।
কেএম নূরুল হুদা বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আমাদের কথা পুলিশ মান্য করে। আমাদের কথার বাইরে গিয়ে বিনা কারণে কাউকে গ্রেফতার করে না। আইনমত যেভাবে আমাদের যাওয়া দরকার, আমরা সেভাবে যাচ্ছি।
দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, পুলিশকে আপনারা নিয়ন্ত্রণ রাখতে পারবেন কি না- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, পুলিশ আমাদের নিয়ন্ত্রণে আছে। সেদিনও আমরা সব পুলিশকে নির্দেশনা দিয়েছি। ইন্সট্রাকশন ছাড়া পুলিশ কাজ করবে না, কথা দিয়েছে। সেই কথামতো তারা এখনও আমাদের নির্দেশে কাজ করছে।
আপনারা নির্দেশনা দিলেও সরকারের নির্দেশ পুলিশ পালন করছে কি না জানতে চাইলে নূরুল হুদা বলেন, সরকারের কোনো নির্দেশ নাই। নির্বাচন সংক্রান্ত আমাদের নির্দেশ মাঠে যায়, সেই নির্দেশ প্রতিফলিত হয়।
এখন পর্যন্ত তিন দফায় নির্বাচন কমিশনের কাছে নেতাকর্মীদের গ্রেফতারের তালিকা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। প্রথম দফায় ১৬ নভেম্বর তফসিল ঘোষণার পর গ্রেফতার হওয়া ৪৭২ জন নেতাকর্মীর তালিকা ইসির কাছে জমা দেয় বিএনপি। ১৮ নভেম্বর দ্বিতীয় দফায় দলটি তফসিলের পর, তফসিলের আগের কয়েক মাসে এবং ১০ বছরে গ্রেফতার, খুন হওয়া নেতাকর্মীদের তালিকা দেয় ইসির কাছে।
সর্বশেষ ২১ নভেম্বর তফসিলের পর ৫২৯ জন নেতাকর্মীর তালিকা ইসির কাছে তুলে ধরে বিএনপি। প্রতিবারই গ্রেফতারের পাশাপাশি হয়রানি, মামলা বন্ধ এবং শীর্ষ পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।
0 facebook: