স্বদেশবার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের উৎসাহিত করতে নানা উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে বিদেশি এসব ডেলিগেটরা ভোটের সময় যাতে নির্বিঘ্নে বাংলাদেশে আসতে পারে তার ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।
ইসি রোববার পররাষ্ট্র, তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠক করে এই নির্দেশনা দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, অধিক সংখ্যক বিদেশি পর্যবেক্ষক যাতে নির্বাচন পর্যবেক্ষনে আসেন তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এক্ষেত্রে তাদের জন্য অনএলাইভাল ভিসা প্রদান, বিমান বন্দরে হেল্প ডেস্ক খোলা, দ্রুততার সাথে পুলিশি ছাড়পত্র প্রদান করতে বলা হয়। একই সঙ্গে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয় বিদেশি সাংবাদিকদের সহযোগিতায় তথ্য সেল খোলার জন্য। এছাড়া বিদেশের বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনে আগ্রহী পর্যবেক্ষকদের সহযোগিতা করতে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়।
জানা গেছে, কমিশন সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনদের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার (ফেমবোসা) প্রতিটি দেশ (ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা) থেকে দুইজন সদস্যকে নির্বাচন পর্যবেক্ষণে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে। এরই মধ্যে এসোসিয়েন অব এশিয়ান ইলেকট্রোরাল অথরিটি, এসোসিয়েন অব ইলেকশন বডি এর প্রতিনিধি পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। এছাড়া ইউরোপীয়ান ইউনিয়ন, ওআইসি ও কমনওয়েলথ এ আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (গনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে নীতিমালা কী তা জানানো হয়েছে। এছাড়া বিদেশি পর্যবেক্ষকদের আসতে যেন কোনো ধরনের সমস্যার মধ্যে পড়তে না হয় কমিশন সংশ্লিষ্ট দপ্তরকে সেই নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, কয়েকটি দেশকে পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আরো কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হবে।
সর্বশেষ ৫ জানুয়ারি ২০১৪ সালে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে মাত্র ৪ জন বিদেশি পর্যবেক্ষণ করে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ৫৯৩ জন বিদেশি, ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে ২২৫ জন বিদেশি, ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে বিদেশি ২৬৫ জন ও ১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে ৫৯ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করে বলে ইসি সূত্রে জানা গেছে।
ইসি সূত্র জানায়, একাদশ সংসদ নির্বাচনে বিদেশিদের আগ্রহ এখনো দেখা যায়নি। ২০০৮ বা তার পুর্ববর্তী নির্বাচনগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক পর্যবেক্ষক পাঠিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা ইউরোপীয় ইউনিয়ন এবার নির্বাচন পর্যবেক্ষণ করবে না বলে এরই মধ্যে সরকারকে জানিয়ে দিয়েছে।
0 facebook: