ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ নির্বাচনের আগে পুলিশ ও প্রশাসনের কিছু কর্মকর্তার গোপন বৈঠকের খবরকে মিথ্যা ও বানোয়াট আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচির রুহুল কবির রিজভীর বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়েছে।
সরকারি কর্মকর্তাদের পক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রিটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার উকিল এ নোটিস পাঠিয়েছেন।
তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এম আমিন উদ্দিন এই আইনি নোটিস পাঠান। এতে বলা হয়, ‘নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে আপনার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করতে বাধ্য হব।’
এছাড়া রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন প্রশাসনের সংশ্লিষ্ট ওই কর্মকর্তারা।
রুহুল কবির রিজভী শনিবার সংবাদ সম্মেলনে সরকারের কয়েকজন সচিবের সঙ্গে গত ২০ নভেম্বর অফিসার্স ক্লাবে পুলিশের ‘গোপন বৈঠকের তথ্য’ দিয়েছিলেন। তবে এ তথ্য মিথ্যা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
0 facebook: