![]() |
ফাইল ছবি |
আজ (বুধবার) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র 'অর্থনীতি ও বাণিজ্য সহযোগিতা' শীর্ষক ৩৪তম স্থায়ী কমিটির বৈঠকে এসব মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান বলেন, "গোটা বিশ্বের মুসলমানরা ফিলিস্তিন সংকটের সমাধান এবং সেখানে চলমান সংঘাত ও যুদ্ধ অবসানের লক্ষ্যে অনেক দিন থেকেই চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু এ ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলো ভূমিকা তাদেরকে চরম হতাশ করেছে।"
ফিলিস্তিনি জাতির পাশে দাঁড়ানোর বিষয়ে মুসলিম বিশ্বের প্রতিশ্রুতির প্রতি গুরুত্বারোপ করে তুর্কি প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, যতদিন মুসলমানসহ সব শ্রেনীর মানুষ ন্যায় এবং স্বাধীনতা রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাবেন ততদিন পর্যন্ত ফিলিস্তিনের অস্তিত্ব টিকে থাকবে। পবিত্র বায়তুল মোকাদ্দাস শরীফ পরিদর্শনে যেতে তিনি নিজ জাতিকে উৎসাহিত করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে রজব তৈয়ব এরদোয়ান বলেন, অবৈধ দখলদাররা যাতে এ পবিত্র শহরের মর্যাদাহানি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের পবিত্র বায়তুল মুকাদ্দাস শরীফকে অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং আমেরিকার দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে মুসলমানদের এ পবিত্র শহরে স্থানান্তরের ঘোষণা দেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: